টর ব্রাউজার ডাউনলোড করার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হল টর প্রোজেক্টের অফিসিয়াল ওয়েবসাইট https://www.torproject.org/bn/download থেকে ডাউনলোড করা। এই সাইটে ঢুকলে HTTPSব্যবহারের মাধ্যমে আপনার সংযোগটির নিরাপত্তা রক্ষা করা হবে, যার মানে হচ্ছে সংযোগটিতে কারো পক্ষে কোনোরকম হস্তক্ষেপ করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে।

তবে কখনো কখনো Tor প্রোজেক্টের ওয়েবসাইটে ঢোকা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে: যেমন, আপনার নেটওয়ার্কে সাইটটি ব্লক করা থাকতে পারে। এ অবস্থায় নিচের বিকল্প কোনো একটি পদ্ধতিতেও আপনি ডাউনলোড করতে পারবেন:

মিরর

Tor প্রোজেক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি না পারেন তাহলে আমাদের অফিসিয়াল মিরর ইএফএফ কিংবা ক্যালিক্স ইনস্টিটিউট থেকেও আপনি টর ব্রাউজার ডাউনলোড করতে পারবেন।

গেটটর

গেটটর এমন একটি সেবা যা কোনো বার্তার জবাবে টর ব্রাউজারের সর্বশেষ সংস্করণের ফাইলের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেয়। এই ফাইলগুলো ড্রপবক্স, গুগোল ড্রাইভ ও গিটহাবের মত নানা জায়গায় হোস্ট করা থাকে।

ইমেইলের মাধ্যমে গেটটর ব্যবহারের উপায়

যে অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে চান কেবল সেটির নাম একটি ইমেইলের ভেতরে লিখুন: “windows”, “osx” বা “linux” (উদ্ধৃতি চিহ্ন ছাড়া)। তারপর ইমেইলটি gettor@torproject.orgঅ্যাড্রেসে পাঠিয়ে দিন। উদাহরণস্বরূপ, Windows-এর জন্যটর ব্রাউজার ডাউনলোড লিংক পেতে, gettor@torproject.org-এ একটি ইমেইল পাঠান এবং ইমেইলে 'windows' শব্দটি লিখে পাঠান।

GetTor একটি ইমেইলে উত্তর দেবে, যাতে এমন লিঙ্কগুলো থাকবে যেগুলো থেকে আপনি টর ব্রাউজার প্যাকেজ ডাউনলোড করতে পারবেন, ক্রিপ্টোগ্রাফিক সিগনেচার (ডাউনলোড যাচাই করার জন্য প্রয়োজন), সিগনেচার তৈরিতে ব্যবহৃত কী-এর ফিঙ্গারপ্রিন্ট, এবং প্যাকেজের চেকসাম। আপনাকে "32-bit" বা "64-bit" সফটওয়্যার নির্বাচন করতে বলা হতে পারে — এটি আপনার কম্পিউটারের মডেলের উপর নির্ভর করে।

ইমেইলের মাধ্যমে গেটটর ব্যবহারের উপায়

টেলিগ্রামে @GetTor_Bot ঠিকানায় একটি বার্তা পাঠান।

  • 'Start' এ ট্যাপ করুন অথবা চ্যাটে /start লিখুন।

  • আপনার ভাষা নির্বাচন করুন।

  • টর ব্রাউজার ডাউনলোড করার দুটি বিকল্প আছে।

    • 'আমাকেTor ব্রাউজার পাঠান' এ ট্যাপ করুন এবং আপনার অপারেটিং সিস্টেমটি বেছে নিন। GetTor একটি ডাউনলোডযোগ্য Tor ব্রাউজার ফাইল এবং স্বাক্ষর সহ সাড়া দেবে যা ডাউনলোড যাচাই করতে ব্যবহার করা যেতে পারে।
    • অফিসিয়াল মিরর থেকে ডাউনলোড করতে 'টর ব্রাউজারের জন্য আমাকে অন্যান্য মিরর পাঠান' এ ট্যাপ করুন।

GetTor Bot